আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
উপদেষ্টা জানিয়েছেন এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে শতাধিক সুপারিশ সম্পৃক্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরুর পর পরবর্তী পদবি হবে সিনিয়র শিক্ষক, বিলুপ্ত হবে সহকারি শিক্ষক পদ।
শিক্ষক পদে প্রবেশে ১২তম গ্রেড, দুই বছর পর পদোন্নতিতে ১১তম গ্রেড ও প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে বেতন দেয়ার সুপারিশ করা হয়েছে।
বাংলা ও গণিতে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবর্তে প্রতিবেদনে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের আদলে মূল্যায়নের কথা বলা হয়েছে।
মান অনুযায়ী প্রতি বিদ্যালয়কে সবুজ,লাল ও হলুদ চিহ্নিত করতে সুপারিশ করেছে পরামর্শক কমিটি। এছাড়া ক্লাসের সময় বাড়াতে সকল বিদ্যালয়কে স্বল্পতম সময়ের মধ্যে এক শিফটের স্কুলে পরিণত করারও প্রস্তাব দেয়া হয়।