আজ (রোববার, ৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জেলার পুলিশ সুপার (এসপি) সুদীপ চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রথের গম্বুজ বিদ্যুৎয়ের তারের সাথে আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন নিহতের ঘটনার মূল কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে নির্দেশ অনুযায়ী ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বগুড়া শহরে প্রতিবছরই রথযাত্রা শুরু হয় শহরের সেউজগাড়ী এলাকা থেকে। এরপর শোভাযাত্রাটি বনানী এলাকায় গিয়ে আবার সেউজগাড়ীতে ফিরে আসে।