এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদসহ অনেকেই।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে রক্ত দিয়েছে আন্দোলন করে স্বাধীন করেছে। যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছিল সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ সার্থক হবে। আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে এক সাথে কাজ করবো।’




