অপরাধ ও আদালত
দেশে এখন
0

‘ছাগলকাণ্ড অনভিপ্রেত; সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও তাকে সরিয়ে দেয়া হবে’

ছাগলকাণ্ড অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে এনবিআরকে থেকে সরানোর পর সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরিয়ে দেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ (রোববার, ২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘ছাগলকাণ্ড অনভিপ্রেত; মতিউর সাহেবকে এনবিআরের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরিয়ে দেয়া হবে।’

এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান সব সময় জিরো টলারেন্স বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘এই সফর অত্যন্ত সফল হয়েছে। সেখানে যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। তবে তিস্তা নিয়ে চায়নার সহযোগিতা করতে চাওয়ার বিষয় আলাপ হয়নি।

মন্ত্রী বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ আসবে। তাদের সফরটি ইতিবাচক হিসেবে দেখছি।’

সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘সৌদি যুবরাজের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমি তাকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন।’

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর