আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) সকালে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
একটা পক্ষ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে, তা আমরা মেনে নিতে পারিনা বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছেন, একাত্তর কোনো ঘটনায় ছিলো না। মুক্তিযুদ্ধের যে আন্দোলন, যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ- সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না। বলতেও চাই না, তিক্ততা সৃষ্টি করতে চাই না। ইতিহাস, ইতিহাসই। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না।’
১৯৭১ সালে জিয়াউর রহমানের কৃতিত্ব স্মরণ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'যে টার্গেট নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তা আমরা অর্জন করতে পারিনি, স্বাধীনতার জন্য বার বার সংগ্রাম করতে হয়েছে।'
এ সময় আমির খসরু বলেন, 'সমান অধিলারের সমতল ভূমি সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান। আপসহীন নেতা ছিলেন জিয়াউর রহমান।'