তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন: তারেক রহমান

দেশে এখন , ক্রিকেট
এখন মাঠে
0

ক্রিকেটার তামিম ইকবালের সুস্থতা কামনা করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার, ২৪ মার্চ) রাত ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড প্রোফাইল থেকে এক পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে তারেক রহমান লিখেন, ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহ'র কাছে এই দোয়া করি।'

তারেক রহমান লিখেছেন

এর আগে ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম।

আরো পড়ুন: তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

টসের সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়।

সেখানে তামিমের হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। বর্তমানে তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, '২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তামিম ইকবাল, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।'

আরো পড়ুন: মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম: মাশরাফি বিন মর্তুজা

তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে কেপিজে হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. রাজীব বলেছেন, এনজিওগ্রামের পর তামিম ইকবালের হার্টের ব্লক পুরোপুরি কেটে গেছে। এখনো পর্যবেক্ষণে আছেন।

এসএস