দেশে এখন
0

কয়েকদিনের মধ্যে কমবে সিলেটের পানি, উত্তরে বন্যার শঙ্কা: পাউবো

'গুরুতর বন্যা পরিস্থিতির ঝুঁকি কম'

আগামী কয়েকদিনের মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সেইসঙ্গে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে বন্যার শঙ্কার কথাও জানিয়েছে পাউবো। কর্মকর্তারা বলছেন, আপাতত গুরুতর বন্যা পরিস্থিতির ঝুঁকি কিছুটা কম।

সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, 'সিলেটে অতি ভারি বর্ষণের কারণে নদীর পানির বেড়ে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হয়েছিল। এর ফলে মৌসুমি বন্যা লক্ষ্য করেছি। তবে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনে তা উন্নতির দিকে যেতে পারে।'

উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, 'আপাতত আগামী দুইদিন পর্যন্ত উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীসহ আশপাশের এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। তবে এটা পরবর্তীতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে।'

এছাড়া প্রধান নদীগুলো যেমন ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মাসহ বিভিন্ন নদ-নদীর পানিও বাড়ছে। ফলে এসব নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে বলে জানান তিনি। বর্তমানে ৫ জেলার ৭টি নদীর পানি ১২টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে।

এসএসএস