ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে যোগ দেন।
রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে বাংলাদেশের প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানান।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন মূল ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান বিকল্প ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার মূল উপস্থাপক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক মূল ক্বারী হিসেবে প্রধান ঈদ জামাতে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি ছাড়াও ঈদের প্রধান জামাতে মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা এবং শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসুল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও খোঁজ-খবর নেন। মন্ত্রিসভার সদস্য ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এ সময় তিনি কথা বলেন।
প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেয়া হয় কড়া নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থা। নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম ঈদ জামাত এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে সকাল ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে ঈদের আরও তিনটি জামাত এখানে অনুষ্ঠিত হয়।