বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর জানান, মহাসড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে। বর্তমানে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।
এর আগে শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে শুরু করে। যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হন উত্তরের জনপদের মানুষ। বিশেষ করে যারা নারী শিশু ও প্রবীণরা রয়েছে তাদের ভোগান্তিটা একটু বেশি।