দেশে এখন
0

ঈদযাত্রায় সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট হবে না: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদযাত্রায় যানবাহনের চাপ রয়েছে, তবে রাস্তায় কোথাও যানজট হবে না। ঈদ যাত্রায় দুর্ঘটনা এড়াতে এবার আরও বেশি সতর্ক রয়েছে প্রশাসন।

আজ (শুক্রবার, ১৪ জুন)  সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'পশুহাটের কারণে কোথাও কোথাও যানজট হচ্ছে। এগুলো নিরসনে সব পক্ষকে সহযোগিতা করতে হবে।'

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি জানান, আলোচনা সমালোচনা থাকবেই। মূল্যস্ফীতি নিয়ে আমাদের উদ্বেগ আছে। কিন্তু সরকার সকল তথ্যই দিচ্ছে কোন কিছু গোপন করছে না। তবে সারাবিশ্বেই মূল্যস্ফীতির চাপ চলছে সেটার প্রভাব দেশেও আছে বলে জানান তিনি। 

তিনি বলেন, 'বিএনপির বিরুদ্ধে কিছু গেলে তারা দেশের আইন ও শাসন ব্যবস্থার কোন তোয়াক্কাই করে না। তারেক রহমানকে শাস্তি ভোগ করাতে দেশে আনা হবে।’

ইএ