ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে: রেলমন্ত্রী

দেশে এখন
0

লম্বা দূরুত্ব ও ক্রসিংয়ের কারণে ঈদযাত্রায় কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে, সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। পবিত্র ঈদুল আজহার ঈদযাত্রার দ্বিতীয় দিনে আজ (বৃহস্পতিবার, ১৩ জুন) কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও রেলওয়ের প্রস্তুতি দেখতে বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী।

তিনি বলেন, 'আমরা বরাবরের মত এবারও চেষ্টা করছি সবাই নিরাপদে, নির্বিঘ্নে যেন বাড়ি যেতে পারে। দু'একটি ট্রেন বাদে ৩০টা ট্রেন আজ সময়মতোই যাত্রা করেছে কমলাপুর থেকে। শিডিউল বিপর্যয় নিয়ে কোনো অভিযোগ এলে তা সমাধানের চেষ্টা করবো।'

রেলমন্ত্রী জানান, সীমিত সামর্থ্যে রেলযাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। রোজার ঈদের মতো এবার ঈদের যাত্রাও স্বস্তির হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জিল্লুল হাকিম বলেন, 'ঈদুল ফিতরের রেলযাত্রার প্রথম পরীক্ষায় সফল হয়েছি আমরা। এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি আছে।'

রাজশাহী থেকে ঢাকায় আম এবং বিভিন্ন জেলা থেকে গবাদি পশু আনতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বলেও জানান মন্ত্রী।

এসএস