দেশে এখন
0

চট্টগ্রামে কারখানায় আগুন: ৬ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে সিটি গেইটে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আজ (বুধবার, ১২ জুন) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইএ