ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

দেশে এখন
0

ঈদ-উল-আজহা'র আগে ও পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এর ফলে ঈদের আগে ৭ দিন ও পরের ৫ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশনগুলো খোলা থাকবে।

আসছে কোরবানীর ঈদ উপলক্ষে রাজধানীর বিআরটিএ'র সম্মেলন কক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, জরুরি প্রয়োজন ছাড়া ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। আর ঈদকে সামনে রেখে সম্ভাব্য যানজটের ১৫৫ টি স্পট চিহ্নিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মহাসড়কের উপর ২১৭ টি অস্থায়ী পশুর হাট অন্য স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে বিআরটিএ। পশুবাহী গাড়ির জন্য বাড়তি নজর দেয়ার নির্দেশও দেন ওবায়দুল কাদের।

এদিকে ঘূর্ণিঝড় 'রিমাল' এর আঘাতে ক্ষতিগ্রস্ত মহাসড়ক ও করিডোরের কাজ ঈদের ৭ দিন আগে মেরামত করার দাবি বিআরটিএ'র।

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকের কাছে তেল বিক্রি করলে ফিলিং স্টেশনের বিরুদ্ধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ব্যবস্থা নেবে বলে সভায় জানানো হয়।

BREAKING
NEWS
2