আজ রোববার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ মে) বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
জানা গেছে, দুদক আদালতে ৮৩টি দলিল দাখিল করে। যার ভিত্তিতে ওইদিন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেন।
আর আজ দ্বিতীয় দফায় এই সাবেক পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলেন আদালত।