অপরাধ ও আদালত
0

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকের মামলায় কারাগারে

অবৈধ সম্পদের অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (শনিবার, ১৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় মাসুদ বিশ্বাসকে রাজধানী থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন।

আজ বেলা সোয়া ১২টার পর মাসুদ বিশ্বাসকে দুদক কার্যালয়ে নেয়া হয়। এর আগে গত ২ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।

আদালতে মাসুদ বিশ্বাসের আইনজীবী কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা চাইলো বিচারক তা নামঞ্জুর করেন।

ইএ