এর আগে গতকাল (শুক্রবার, ১৭ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গত ২ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এ মামলায় তাকে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী জানান, আদালতে হাজির করে ৫ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
দুদকের মামলায় যারা অভিযুক্ত সকলকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।