প্রতিমন্ত্রী বলেন, ‘যেখানে ঝড় সৃষ্টি হয়েছে সেখানে বাতাসের গতিবেগ ৯০ কি.মি. থেকে ১২০ কি.মি.। এটা যখন উপকূলে আসবে তখন বেড়ে ১১০ কি.মি. থেকে ১৩০ কি.মি. পর্যন্ত হবে। ঝড়ের কারণে উপকূল এলাকা ১০ থেকে ১২ ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং জোয়ার থাকলে এটা আরও বাড়ার শঙ্কা রয়েছে।'
ঝড় শেষ না হওয়া পর্যন্ত সারাদেশের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মো. মহিববুর রহমান।
তিনি বলেন, 'এই ঝড়ের সময় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাহাড় ধস ও জলাবদ্ধতা হয়ে সড়কে যানজট সৃষ্টি হতে পারে।'
আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, '৮-১০ হাজার নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ৮ লাখের বেশি মানুষ এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে।’
এছাড়া যারা এখনো আশ্রয়কেন্দ্রে যায় নি তাদের সবাইকে কেন্দ্রে আসার জন্য আহ্বান জানান তিনি।
এছাড়া ঝড়ের সময় গাছপালা, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঠিক করতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন এই প্রতিমন্ত্রী।