দেশে এখন
পরিবেশ ও জলবায়ু
0

আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে: আবহাওয়া অফিস

ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে যশোর এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে আজ সারাদেশে বৃষ্টি হবে যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে কাল থেকেই ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। জানান, চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে, আরও দুটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে।

টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে সারাদেশে গত দুই দিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতি ভারি বর্ষণ হয়েছে। যেটা গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে হয়েছে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত।

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের প্রতিটি সমুদ্রবন্দরকে তিন নম্বর আর নদী বন্দর দুই নম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যেটা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া অক্টোবর এবং নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস।

এসএস