এইরকম বিভ্রান্তি নিয়ে যারা শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন তাদের কেটে গেছে সোয়া এক ঘণ্টা।
কিন্তু আসলে,কী ঘটেছিল? এ নিয়ে মেট্রোরেলের লাইন পাঁচের অপারেশন জেনারেল ম্যানেজারকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। অন্য অনেক স্তরের কর্মকর্তারাও ভালো করে কিছু বলতে পারেনি।
একটা বড় ভোগান্তির পর যখন পুনরায় মেট্রো চলাচল শুরুর কিছুক্ষণ আগে এ নিয়ে আমাদের কথা হয় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের সঙ্গে। তিনি জানান, মেট্রোতে বৈদ্যুতিক ট্রিপ হয়েছিল, যে কারণে হঠাৎ বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী মেট্রো।
বৈদ্যুতিক ট্রিপের ঘটনা এর আগেও ঘটেছে মেট্রোতে। সহজ ভাষায় বলতে গেছে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণে ভারসাম্যহীনতা বা তারতম্য। মেট্রো কর্তৃপক্ষ বলছে, বড় দুর্ঘটনা এড়াতে মেট্রো পরিচালনার সামগ্রিক সার্ভারটি এমনভাবে করা যাতে ন্যূনতম কোন তারতম্য ঘটলেও বন্ধ সতর্কতামূলক যাত্রাবিরতি করবে মেট্রো।
মেট্রো কর্তৃপক্ষ বলছেন, তারা বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনাসহ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদ্যুতিক ট্রিপের সংখ্যা কমিয়ে আনতে চেষ্টা করছেন।