দুই ঘণ্টা পর মেট্রোর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার

দেশে এখন
0

কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় প্রায় দুই ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে মেট্রোরেলের কর্মীরা। কাজে যোগ দিয়েছেন তারা। সেই সঙ্গে সকাল থেকে বন্ধ থাকা টিকিট ব্যবস্থাও চালু হয়েছে। বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে, যাত্রীদের ভোগান্তিও কমেছে।

আজ (সোমবার, ১৭ মার্চ) সাড়ে ৯টার পর মেট্রোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিত করায় কর্মবিরতির ঘোষণা দেন তারা।

গত ১৬ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী এমআরটি পুলিশ দ্বারা মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হন। এর প্রতিবাদে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ (সোমবার, ১৭ মার্চ) সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রোরেল কর্মীরা।

ফলে, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে মেট্রোরেলের সকল টিকেট কাউন্টার এবং বেন্ডিং মেশিন গুলো বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আর এ সুযোগে অনেকেই বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করেন।

তবে দোষী ব্যক্তিদের বিচারের আশ্বাসে সকাল সাড়ে ১০টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন মেট্রোরেলের কর্মীরা। তবে এই ব্যাপারে কথা বলতে গেলে গণমাধ্যমে কথা বলতে কেউই রাজি হননি।

এএইচ