'ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের' ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কর্মবিরতির কথা। যেখানে তারা ঘটনার বিবরণ তুলে ধরে ৬টি দাবিও জানিয়েছে।
দাবির মধ্যে আছে, আগামী এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা এমআরটি পুলিশকে স্থায়ীভাবে বরখাস্ত করা, মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনী গড়ে তোলা।
এছাড়াও এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করা, স্টেশনে দায়িত্বরত সিআরএ টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মেট্রো কর্মীরা।
অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ও অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে এবং তা নিশ্চিত করাসহ আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করার দাবি জানানো হয়।