শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় চলন্ত মেট্রো। ঘোষণা ভেসে আসে, অনাকাঙ্ক্ষিত কারণে মেট্রোতে যাত্রাবিরতি হচ্ছে, চাইলে টিকিটের টাকা ফেরত নেয়া যাবে। কিন্তু কীসের ত্রুটি, সে বিষয়ে জানাতে পারছে না কেউ। স্বস্তির যাত্রার চিন্তা নিয়ে অফিস ফেরত যেসব যাত্রীরা মেট্রোতে চড়ে বসেছিল তারাও বিভ্রান্ত, নেমে পড়বে নাকি আরও কিছুক্ষণ দেখবে।