দেশে এখন
0

এক ঘণ্টার বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ (শনিবার, ২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩৯ মিনিট থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়ছে, মেট্রোরেলের অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করার কারণে চলাচল বন্ধ ছিল।

কর্তৃপক্ষ আরো জানায়, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণেল ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। এছাড়া ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল।

অধিক যাত্রীর চাপে বেশি সময় দরজা আটকে থাকার কারণে আজ সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এএম