ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

দেশে এখন
0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে পরদিন অর্থাৎ অন্য দিনগুলোয় যথারীতি নিয়মেই চলবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আজ (শনিবার, ২৯ মার্চ) সন্ধ্যায় এই তথ্যটি জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, বিশেষ ঘোষণা— পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্যদিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, সাধারণত সপ্তাহে সাতদিনই সর্বসাধারণের জন্য মেট্রোরেল সেবা চালু থাকে। শুধু ঈদের দিনের জন্যই এই সেবাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

চলতি মাসের শুরুর দিকে পবিত্র রমজান মাসের জন্য মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ করে কর্তৃপক্ষ। প্রথম ১৫ দিন সময়ের কোনো পরিবর্তন না হলেও শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ঈদুল আজহার দিনও বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেলের চলাচল।

এসএইচ