দেশে এখন
0

এমপি আনোয়ারুল আজীমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার, ২২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ শোকবার্তা জানায়।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কলকাতায় আনোয়ারুল আজীমকে খুন করা হয়েছে বলে আজ বাংলাদেশকে জানায় কলকাতা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

চলতি মে মাসের ১২ তারিখ চিকিৎসার জন্য তিনি কলকাতায় যান। এক সপ্তাহের বেশি সময় ধরে এই সংসদ সদস্য নিখোঁজ ছিলেন।

মো. আনোয়ারুল আজীমের পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। সবশেষ তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।