দেশে এখন
0

'সাবেক সেনাপ্রধানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা ভিসানীতির অংশ নয়'

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি ভিসানীতির অংশ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (মঙ্গলবার, ২১ মে) ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

ওবায়দুল কাদের বলেন, 'আমরা সাবেক সেনাপ্রধানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়টি শুনেছি। এটি কোনো ভিসানীতির অংশ নয়।'

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে জানানো হয়েছে। জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেয়া হয়েছে সেটা ভিসানীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগ। এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন।'

এর আগে উপজেলা নির্বাচন নিয়ে টিআইবি মিথ্যা প্রচার করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনে খুব বেশি ভোট না পড়লেও, নির্বাচন সন্তোষজনক হয়েছে এবং নির্বাচন নিয়ে টিআইবি মিথ্যা প্রচার করেছে।'

তিনি বলেন, 'বিএনপি নেতাদের বলবো- আপনাদের জাতীয় নির্বাচনে যে ভোটার উপস্থিতি ছিল, তা স্থানীয় সরকার নির্বাচনের চেয়েও কম। ভোট নিয়ে মানুষের মাঝে বিএনপি বিভ্রান্তি তৈরি করে।'

রক্তপাত ছাড়া কখনও বিএনপির আমলে স্থানীয় সরকার নির্বাচন হয়নি বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, 'দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হতে নির্বাচন কমিশন খুবই শক্তভাবে ভূমিকা রেখেছে।'

এসএস