দেশে এখন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২১ জন

মৌসুম শুরুর আগেই বাড়ছে ডেঙ্গুর প্রভাব, বাড়ছে আক্রন্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ‍মৃত্যু হয়েছে তিনজনের। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২১ জন। আজ (বুধবার, ১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে দেখা যায়, ২৪ ঘণ্টায় যে তিন জনের মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া ২১ জনের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রামের ৩, খুলনায় ১ এবং ঢাকা বিভাগে ১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ঢাকায় আক্রান্ত ১২ জনের মধ্যে ৭ জনই দক্ষিণ সিটি করপোরেশনের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। মৌসুম শুরুর আগেই চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৩২ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর