আজ (শনিবার, ১১ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-অড সিগনেচার ব্যান্ডের গায়ক মো. পিয়াল (২৬) ও মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩)। আহত তিনজনও অড সিগনেচার ব্যান্ডের সদস্য।
ইটাখোলা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী একটি হাইস মাইক্রোবাস পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুইজন নিহত ও তিনজন আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।