দেশে এখন
0

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২ মে) সকালে মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রাইভেটকার থেকে পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়। এর মধ্যে ২ জন পুরুষ, একজন নারী, একজন শিশু ও চালক রয়েছে। নিহতরা হলেন- কামরুন্নাহার (৩৫), মো. জামাল (৪০), মো. এনামুল (৩৫), মো. অনন্ত (১১) ও ড্রাইভার হারুণ বেপারী (৩৪)।

জানা গেছে, তারা সিলেট শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে ঢাকা ফিরছিলেন। তাদের বাড়ি বরিশাল এলাকায়। সাভারের হেমায়েতপুরে একটি গার্মেন্টসে তারা চাকরি করতেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মজুমদার জানান, নিহতদের সবাই ঢাকায় যাচ্ছিলেন। মাধবপুরের হরিতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সবাই মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ শায়েস্তানগর হাইওয়ে থানায় রয়েছে।

ওসি আরও জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলেই মরদেহ হস্তান্তর করা হবে।