রাজনীতি
দেশে এখন

লিভার ট্রান্সপ্লান্টের জন্য খালেদা জিয়াকে বাইরে নেয়ার পরামর্শ ডাক্তারদের

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার রিপ্লেসমেন্টের জন্য দেশের বাইরে নেবার কথা বলেছে ডাক্তাররা। আজ তিনি এভারকেয়ার হাসপাতালেই থাকছেন। আজ বুধবার দিবাগত রাতে তিনি জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য মেডিকেল বোর্ডের সভা হয়েছে। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে রাতের মত এভারকেয়ার হাসপাতালেই রাখা হচ্ছে। তবে তার পরীক্ষা-নীরিক্ষা চলছে। কেবিনে শিফট করা হয়েছে। পরীক্ষা নীরিক্ষার ফলাফল জানা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে লিভার রিপ্লেসমেন্ট করার জন্য তাকে দেশের বাইরে নেবার কথা বলেছে ডাক্তাররা।'

তিনি আরও বলেন, 'লিভার ট্রান্সপ্লান্ট কিংবা কৃত্রিম লিভার প্রতিস্থাপনের আগে রোগীকে একটা নির্দিষ্ট শারীরিক সক্ষমতায় আনতে হয়। খালেদা জিয়ার ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে।'

এর আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। তাকে হাসপাতালে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছিল তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, 'সন্ধ্যায় বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয়েছে। এখানে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে শারীরিক বেশকিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।'

গত ৩০ মার্চ রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানের সিসিইউতে রেখে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এর পর ২ এপ্রিল তিনি বাসায় ফিরে যান।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, হার্ট ও চোখের জটিলতাসহ নানা রোগে ভুগছেন। ডাক্তার অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর