দেশে এখন
চুয়াডাঙ্গায় ৭০ বিঘা পানবরজ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাঠের অন্তত ৭০ বিঘার পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ির ফসলি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও দুটি ইউনিট যুক্ত হয়।

স্থানীয়রা জানায়, আনুমানিক রাত ৮টার দিকে হঠাৎ পানবরজে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মাঠের পর মাঠে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৭০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জামজামি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি গ্রামবাসীরাও সহযোগিতা করছেন।'

শেষ খবরে জানা গেছে, রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট।

আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লা বলেন, 'আমরা ঘটনাস্থলে কাজ করছি। আলমডাঙ্গার সাথে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতি পরিমাণ অনেক। আগুন নিয়ন্ত্রণের পর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানা যাবে।'

ইএ