দেশে এখন
0

ঈদের ১৫ দিনে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা, নিহত ৪০৭

ঈদযাত্রা শুরুর ৪ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা পর্যন্ত ১৫ দিনে ৩৯৯ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এমন তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আজ (শনিবার,২০ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা রিপোর্ট প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক।

সম্মেলনে বলা হয় ঈদযাত্রায় ৩৯৯টি সড়ক দুর্ঘটনার পাশাপাশি রেলপথে হয়েছে ১৮টি দুর্ঘটনা। এছাড়াও নৌ-পথে ২টি দুর্ঘটনা হয়েছে। সড়ক পথে ৩৯৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০৭ জন। সড়কপথে আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।

এদিকে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২১ জন আহত এবং ২৪ জন নিহত হয়েছেন। সাথে নৌ-পথে ২টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

প্রতি বছরের মতো এ বছরও সড়ক দুর্ঘটনার শীর্ষে আছে মোটরসাইকেল। এবং বিগত বছরের চেয়ে এবার ঈদে সড়ক দুর্ঘটনা ৩১.২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

এসএস