আজ (শনিবার,২০ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা রিপোর্ট প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক।
সম্মেলনে বলা হয় ঈদযাত্রায় ৩৯৯টি সড়ক দুর্ঘটনার পাশাপাশি রেলপথে হয়েছে ১৮টি দুর্ঘটনা। এছাড়াও নৌ-পথে ২টি দুর্ঘটনা হয়েছে। সড়ক পথে ৩৯৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০৭ জন। সড়কপথে আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।
এদিকে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২১ জন আহত এবং ২৪ জন নিহত হয়েছেন। সাথে নৌ-পথে ২টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
প্রতি বছরের মতো এ বছরও সড়ক দুর্ঘটনার শীর্ষে আছে মোটরসাইকেল। এবং বিগত বছরের চেয়ে এবার ঈদে সড়ক দুর্ঘটনা ৩১.২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।