দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল। নতুন পোশাকে সেজে সবার যাত্রা ঈদগাহের দিকে। বড়দের হাত ধরে নামাজে অংশ নিতে ছোটদের উপস্থিতিও বেশ নান্দনিক। মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে খোলা প্রান্তরে প্রস্তুত সবাই।
![](https://images.ekhon.tv/eid jamat 2.webp)
সকাল ৮টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ নানা শ্রেণিপেশার মানুষ। এছাড়ও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
![](https://images.ekhon.tv/eid jamat-2.webp)
একই সময়ে খুলনার সার্কিট হাউস ময়দান, রাজশাহীর হযরত শাহ মখদুম রহ. ঈদগাহ ময়দান, ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দান, বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান, সিলেটের শাহী ঈদগাহ ময়দান এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদ জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দোয়া করা হয়।
![](https://images.ekhon.tv/eid jamat 1.webp)
ঈদের নামাজ শেষে একে অন্যকে বুকে জড়িয়ে কোলাকুলি করেন। পরষ্পরের প্রতি হিংসা, বিদ্বেষ ভুলে আগামীর সমৃদ্ধির পথে চলার প্রত্যয় জানান তারা। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।