দেশে এখন
0

ছুটির দিনে জমজমাট ঈদ পোশাকের বেচাকেনা

রমজান মাসের শেষ শুক্রবার। রঙিন আলোয় রাজধানীর শপিংমলগুলো সেজেছে। বেড়েছে ভিড়, চলছে শেষ সময়ের কেনাকাটা। সারাদিনের ব্যস্ততা ও ইফতারের ক্লান্তি শেষে সন্ধ্যার পর মার্কেটগুলো ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠে।

বাড়ি যাওয়ার আগে অনেকেই সেরে নিচ্ছেন পরিবারের জন্য কেনাকাটা। কারো আবদার কিনে দিতে হবে পাকিস্তানি থ্রি-পিস আবার কারো রঙিন শাড়ি। পরিবারের সদস্যদের পছন্দমতো পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন পরিবারের কর্তারা। তবে পোশাকের দাম আগের থেকে বেশি বলে অভিযোগ কোন কোন ক্রেতার।

এক ক্রেতা বলেন, ‘এবার মার্কেটে একটু দাম বেশি। ভেবে-চিন্তে কিনতে হচ্ছে।’

এদিকে ফুটপাত ও ভ্যানে বিক্রি জমজমাট হয়ে উঠেছে। নিম্ন-মধ্যবিত্তদের কেনাকাটার পছন্দের জায়গা হয়ে উঠেছে ফুটপাত। কিছুটা দাম কম থাকায় বেশ ভিড় দেখা যায় এখানে।

রিকশাচালক এক ক্রেতা বলেন, ‘ঈদে দেশের বাড়ি যাবো। মেয়ের জন্য জামা কিনতে আসছি।’

বিক্রেতারা বলছেন, নারীদের পোশাকের চাহিদা বেশি। গত বছরের চেয়ে এবছর বিক্রি বেড়েছে।

ঈদের কেনাকাটার পর শিকড়ের টানে কেউ ফিরে যাবে বাড়ি। আবার কেউ এই তিলোত্তমা নগরীতে ঈদ করবে। যে যেখানেই থাকুক একদিনে রঙিন পোশাকে সাজবে সবাই। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি যেন চলছে রাজধানীর শপিংমল, ফুটপাত ও পোশাকের বাজারে।