সংস্থাটি জানিয়েছে, সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এটি নিয়ন্ত্রণে কাজ করে ফায়ারের ৫টি ইউনিট।
রাত ৯টা ৪১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসের সবকটিই আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৮টা ৫০ মিনিটে সদর দপ্তরে খবর আসে ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়ার একটি গ্যারেজে রাখা কয়েকটি ভলভো বাসে আগুন লাগে।
তিনি বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডেমরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। রাত ৯টা ৪১ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।'
ঢাকা দক্ষিন ফায়ার সার্ভিসের জোন প্রধান এ কে এম শামসুজ্জহা বলেন, '১৪ টা গাড়ি পুড়েছে। এসে দেখা গেছে সব গুলো বাসেই আগুন জ্বলছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।'
র্যাব ১০ এর কম্পানি সুপার মহিউদ্দিন মাহমুদ বলেন, 'নাশকতা করা হয়েছে কিনা সেটা তদন্ত সাপেক্ষে বুঝা যাবে। গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে।'
তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।