তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি ও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (২৪ মার্চ) বিকাল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বিকাল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২৯ মিনিটে। এরপর যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট।