দেশে এখন
0

প্রায় ১০ ঘণ্টা পর সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় পর বেলা ১১টা ৪৫ মিনিটে সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) বেলা ১২টায় ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পাওয়ার পর ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করে, পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন সচিবালয় ভবনের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনা, ২ প্লাটুন বিজিবি ও এপিবিএন।

সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাক চাপায় তাদের একজন কর্মী নিহত হয়েছেন বলেও এ সময় উল্লেখ করেন ফায়ার সার্ভিসের ডিজি জাহেদ কামাল।

ট্রাক চাপায় আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান এই ফায়ার ফাইটার। নিহত ফায়ার ফাইটারের নাম শোয়ানুর জামান নয়ন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর।

এএইচ