বুধবার (২০ মার্চ) মালেয়শিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
নির্বাসিত সবাইকে পরবর্তীতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে পাঁচ বছর থেকে আজীবনের জন্যও কালোতালিকাভুক্ত করার কথা বলছে অভিবাসন বিভাগ।
যারা দেশে ফেরত এসেছেন, তারা নিজেরাই যাত্রার খরচ বহন করেছেন। এদিকে অবৈধ বিদেশিদের ধরতে মালয়েশিয়াজুড়ে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
সবশেষ এক অভিযানে ১৯ বাংলাদেশিসহ ৪৪ বিদেশিকে আটক করা হয়েছে।
অবৈধ বিদেশিদের নিয়োগ দিলে নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে অভিবাসন বিভাগ।