এর আগে সব ত্রুটি সারিয়ে আজই কারখানাটি চালুর কথা জানিয়েছিলো প্রতিষ্ঠানটি। সব ঠিক থাকলে আগামীকাল রোববার (১০ মার্চ) কারখানাটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
গতকাল শুক্রবার (৮ মার্চ) থেকে শুরু হয়েছে বাজারে পরিশোধিত চিনি সরবরাহ।
এস আলমের এ কারখানা প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টন চিনি বাজারে সরবরাহ করে। বাজারে চাহিদার ১০ শতাংশ পূরণ করে এ কারখানা।
গত সোমবার (৪ মার্চ) থেকে চট্টগ্রামের কর্ণফুলীতে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চিনি কারখানায় টানা ৪ দিনের আগুনে কারখানাটির ১ লাখ টন অপরিশোধিত চিনি পুড়ে যায়।