দেশে এখন
0

নতুন অপরাধের কৌশল নিয়ে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম ধরে রাখতে হবে। একইসঙ্গে নতুন নতুন অপরাধের কৌশল নিয়ে সজাগ থাকার জন্য পুলিশবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

রাজনীতির নামে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয় সে বিষয়েও পুলিশবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, 'প্রযুক্তির উৎকর্ষতা যত বৃদ্ধি পাচ্ছে, অপরাধও তত বাড়ছে। নতুন নতুন মাত্রায় এ অপরাধ দেখা দিচ্ছে। সেগুলো মোকাবিলার জন্য আমাদের পুলিশবাহিনী যেন প্রস্তুত থাকে। সে বিষয়ে আমরা যথেষ্ট যত্নবান ও নজর দিচ্ছি।'

শেখ হাসিনা বলেন, 'অপরাধের সাথে সাথে তা মোকাবিলা করার সিস্টেম না চললে যথাযথভাবে তা দমন করা যায় না। রাজনীতি বা সন্ত্রাসের নামে কেউ আইন নিজের হাতে তুলে নেবে না আর আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারবে না। মানুষের জানমাল, জাতীয় সম্পদের ক্ষতি করতে পারবে না কেউ। এ বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে এবং যখন যেটা দরকার তার জন্য যথাযথ ভূমিকা পালন করতে হবে।'

এসএস