দেশে এখন
0

অবৈধ স্থাপনা উচ্ছেদ উত্তর সিটির

মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল পরিষ্কার করতে এসে অবৈধভাবে দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর বসিলা এলাকায় রামচন্দ্রপুর খালে বিডি ক্লিনের সদস্যদের নিয়ে খাল পরিষ্কারে নামে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মশা ও জলবদ্ধতা রোধে এমন কার্যক্রম কার্যকর হবে বলে আশা করেন মেয়র।

সিটি কর্পোরেশনের জরিপ হিসেবে বসিলা রামচন্দ্রপুর খালের দৈর্ঘ্য ১০০ ফিট। বাস্তবে দেখা গেল খালের সীমানার মধ্যে তৈরি হয়েছে সুউচ্চ ভবন, দোকান ও বাড়ি-ঘর।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যক্রম ছিল লাউতলা-রামচন্দ্রপুর খাল পরিষ্কার করা। এরমধ্যে এমন অবৈধ স্থাপনার সন্ধান পেয়ে চলে উচ্ছেদ অভিযান।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান রাজউকের অবহেলার কারণে এমন অবৈধ স্থাপনা গড়ে উঠছে। আর কেউ যেন খালের জায়গা দখল করতে না পারে; এজন্য সমন্বয় জরুরি।

বিডি ক্লিনের সদস্যদের নিয়ে খাল পরিষ্কার করছেন মেয়র আতিক

আতিকুল ইসলাম বলেন, 'খালের উপরে ভবন করার অনুমতি সিটি কর্পোরেশন দেবে না। সুতরাং এখানে আমাদের অনুমোদন নেই। কিন্তু রাজউক অনুমোদন দিয়েছে কিনা তা জানি না।'

এর আগে বিডি ক্লিনের দেড় হাজার স্বেচ্ছাসেবক নিয়ে খাল পরিষ্কারে করেন ডিএনসিসি মেয়র। প্রায় ৬ কিলোমিটার খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

বিডি ক্লিনের সদস্যরা বলেন, 'আমাদের উদ্দেশ্য হচ্ছে খালগুলোকে আগের রূপে ফিরিয়ে নেয়া। তাই এলাকাবাসীর প্রতি অনুরোধ তারা যেন যত্রতত্র ময়লা না ফেলে। ময়লা ফেলার জন্য ডাস্টবিন আছে।'

উত্তর সিটিতে খাল পরিষ্কার কার্যক্রম আরও জোরদার হবে। সেইসাথে খালের দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করে স্মার্ট ঢাকা গড়ার প্রতিশ্রুতি ঢাকা উত্তরের নগর পিতার।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর