দেশে এখন
0

বিচার বিভাগের ওপর প্রশাসনের হস্তক্ষেপ নেই: রাষ্ট্রপতি

ভারতের মতো বাংলাদেশেও আইনের শাসন আছে এবং বিচার বিভাগের ওপর প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টে ভারত ও বাংলাদেশের আইন নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘ক্ষমতার সঙ্গে দায়িত্ব ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেদিক কঠোরভাবে খেয়াল রাখতে হবে। উভয় দেশের সাংবিধানিক আদালতগুলোর জন্য বিচারিক সক্রিয়তা এবং বিচারিক সংযমের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা অপরিহার্য।’

এছাড়া দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার তাগিদ দেন রাষ্ট্রপতি।