দেশে এখন
0

ডিজিটাল ডিভাইসে অনুবাদে যেন বিকৃতি না হয়: প্রধানমন্ত্রী

বিশ্বে যুদ্ধ এবং অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করে ওই অর্থ শিক্ষা এবং গবেষণায় খরচ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন শান্তি থাকলে উন্নতি হয়, দেশ এগিয়ে যায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চারদিনের আয়োজনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি নানা শ্রেণি পেশা ও ভাষাভাষীর মানুষ।

এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় লেখা বঙ্গবন্ধু আত্মজীবনী বই, মাতৃভাষা পিডিয়া ও অভিধানের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মাননা তুলে দেন ভাষা শিক্ষা প্রতিযোগী শিক্ষার্থীদের হাতে।

বক্তব্যে রাষ্ট্রভাষার জন্য সংগ্রামের ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেছেন ভাষা আন্দোলনের পথ বেয়ে অর্জন হয়েছে স্বাধীনতা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খুব দুর্ভাগ্য যে ইতিহাস বিকৃতি করা হয়। ৭৫ এবং ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছিলো। এখন আর সেইদিন নেই। ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না। ইতিহাস তার আপন গতিতে চলে এবং সময়মতো উদ্ভাসিত হয়।'

শিক্ষা অর্জনে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পাশাপাশি একাধিক ভাষা শিখলে শিশুদের দক্ষতা বাড়বে’।

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। তবে অনুবাদের ক্ষেত্রে যেন ভাষার বিকৃতি না হয় সেদিকে লক্ষ্য রাখারও তাগিদ তার। বলেন, 'এখন অনুবাদ করা যায়; তবে অনুবাদের পর আপনাদের তা সংশোধন করে ব্যবহার করা উচিত। বাঙালী শান্তিতে বিশ্বাস করে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।'

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভ সেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।