দেশে এখন
0

পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে : বিজিবি মহাপরিচালক

আগামীকাল (বুধবার) সীমান্ত পরিদর্শনে যাবেন বিজিবি মহাপরিচালক

মিয়ানমার ইস্যুতে পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সীমান্ত ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, ধৈর্য ধারণ করে সব কিছু মোকাবেলা করা হচ্ছে।

এ পর্যন্ত মিয়ানমারের সীমান্তরক্ষী, সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার ২৬৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মৃত্যু কোনভাবেই কাম্য নয় উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, 'প্রত্যাবর্তনের বিষয় নিয়ে কাজ চলছে। আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।'

আগামীকাল (বুধবার) সীমান্ত পরিদর্শনে যাবেন মোহাম্মদ আশরাফুজ্জামান।

এসএসএস