আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) বিকেলে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) লঞ্চঘাট চেকপোষ্টে জিপি সদস্যরা যাত্রীবাহী স্পিডবোট তল্লাশি করে তাদের আটক করে। ৬ যাত্রী নিয়ে স্পিডবোটটি বরকলের ছোট হরিণা থেকে রাঙামাটি যাচ্ছিলো। জিজ্ঞাসাবাদে দুই যাত্রী নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে।
এরমধ্যে সুরেশ চাকমা, পিতা-অঞ্জন কুমার চাকমা এবং অরংখান চাকমা, পিতা- মৃত জলন্ত কুমার চাকমা, উভয়ের গ্রাম-ত্রিপুরা ঘাট, খানা-দিমাগরী জেলা-লুংলে (ভারত)।
তাদের কাছে কোন পাসপোর্ট নেই এবং তারা অবৈধ উপায়ে থেগামুখ এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ওই এলাকাটি বরকল থেকে আনুমানিক ৫৫ কিলোমিটার দুরে।
সুরেশ চাকমার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে তার ছবি সম্বলিত ভারতীয় ইলেকশন কমিশনেট আইডেন্টিটি কার্ড ও তার নিজের আধার কার্ডের ছবি পাওয়া যায়। পরে বরকল থানায় আটক দুইজনকেই হস্তান্তর করা হয়েছে।