অপরাধ ও আদালত
0

সীমান্তে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ আটক

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগে গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কিরণ।

তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও পাঁচবার নির্বাচিত হয়েছেন। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ।

এর আগেও ২০১৩ সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এম এ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এসএস