দেশে এখন
0

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান বিচারপতিকে রাশিয়া সফরের আমন্ত্রণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সাক্ষাৎ শেষে রুশ রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে কাজ করছে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক।

রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট প্রশ্নোত্তরে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বিবেচনায় নেয় না রাশিয়া।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ব্রিফিংয়ে বলেন, দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনীতি বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রাশিয়া সফরের জন্য প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শুধু রাশিয়া নয়, ‘যেকোন দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে নির্দিষ্ট কোন মুদ্রার ওপর নির্ভরশীলতা কমাবে বাংলাদেশ।’

এই সম্পর্কিত অন্যান্য খবর