দেশে এখন
0

সরকার আগের চেয়ে বেশি শক্তিশালী: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি’র কথার সঙ্গে টিআইবি’র কথা মিলে গেলে ডালমে কুচকালা। একপেশে রিপোর্ট দিয়ে সরকারকে খাটো করা যাবে না, সরকার আগের চেয়ে বেশি শক্তিশালী।’

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর নবাবগঞ্জ পার্কে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ৭ জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল।‌ পৃথিবীর সব রাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। বাইরের দেশ সরকার ও সংসদকে বৈধতা দিয়েছে।’

এসময় তিনি সরকারের বৈধতা প্রসঙ্গে আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভূয়সি প্রশংসা করে ইউএন সেক্রেটারি অভিনন্দন জানিয়েছেন। সুতরাং তার অধীনস্থ কেউ কিছু বললে যায় আসে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৯৪ সালে বিএনপির পতনযাত্রা শুরু হলেও হত্যা, খুনের রাজনীতি থেকে বের হতে পারেনি। বিএনপি জালিয়াত রাজনীতির দল, বিএনপি প্রতিরোধের মুখে পালিয়ে গেছে।’

উল্লেখ্য, ১৯৯৪ সালে অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরদিন ৩১ জানুয়ারি কাউন্সিলর প্রার্থীর বিজয় মিছিলের সময় লালবাগ এলাকায় পরাজিত প্রার্থীর সমর্থকদের গুলিতে সাতজন নিহত হয়েছিল। তাদের স্মরণে আজ নবাবগঞ্জ পার্কে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর