গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে, দুই মাসের যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে গাজায় চালানো আগ্রাসনে এক হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।
গত ১০ দিনেই তিন শতাধীক শিশু নিহতের তথ্য দিয়েছে ইউনিসেফ। শিশু মৃত্যুর হার বাড়ায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের সংস্থাটির।
অন্যদিকে মার্চের ২ তারিখ থেকে চলমান অবরোধে খাদ্য সামগ্রী ও জ্বালানির অভাবে ডব্লিউএফপি'র ২৫টিসহ গাজার সব বেকারি বন্ধ। অথচ প্রচুর খাবার আছে বলে দাবি ইসরাইলের। তাই এ দাবিকে হাস্যকর বলে মন্তব্য করলেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।