বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে আছেন। সেখানে তিনি চিকিৎসার জন্য লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। চিকিৎসার সুবাদে দীর্ঘ ৮ বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবার।
ঈদ আনন্দ ভাগাভাগির বেশ কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। পারিবারিক ছবিতে বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়।
ফেসবুকে আজ প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যায়, লন্ডনের একটি পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন তারেক রহমান।
এতে দেখা যায়, হুইল চেয়ারে বসে পার্কে ঘুরছেন খালেদা জিয়া এবং তার পাশে হাঁটছেন তারেক রহমানসহ পরিবারের অন্যরা।
এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও সেখানে ছিলেন। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ৮ জানুয়ারি থেকে চিকিৎসার জন্য লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন।